ঝালকাঠির প্রত্যন্ত এলাকায় ইয়াস’র ইফতার বিতরণ
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৮:০০ অপরাহ্ন | সারাদেশ

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।
বুধবার বিকেলে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি গর্ণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম। বিশেষ অতিথি ছিলেন ইয়াস উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মো. ছবির হোসেন। সংগঠনের সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে বক্তৃতা করেন সাংবাদিক মো. আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, ইয়াস’র সাবেক সভাপতি শাকিল হাওলাদার রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি। ইফতার সামগ্রীতে ছিলো ছোলাবুট, ভেশন, মুড়ি, চিড়া, চিনি, ট্যাং, তেল, পিয়াজ ও খেজুর। প্যাকেটজাত করে প্রত্যেকের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। ইয়াস সভাপতি আবির হোসেন রানা জানান, নিজ এলাকার অসহায়দের কথা চিন্তা করে প্রকৌশলী ফয়সাল আলম’ সার্বিক সহযোগিতায় এর আয়োজন করা হয়। প্রকৃত দুঃস্থ ও অসহায়দের তালিকা করে তাদেরকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।